• যুবকের রহস্যমৃত্যু, শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় যুবকের রহস্যমৃত্যু। শনিবার সকালে রেসকোর্স এলাকা থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সামশাদ। ওই এলাকায় অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। শনিবার সাতসকালে রাস্তার ধারে টিনের শেডের একটি অংশ থেকে গামছা জাতীয় কিছুর সঙ্গে তাঁর দেহ আধঝোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, একদম রাস্তার ধারে এক যুবক আত্মহত্যার চেষ্টা করলেও কারও চোখে পড়ল না? কেউ বা কারা তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে? উঠে গিয়েছে সেই প্রশ্নও।  পুলিশের প্রাথমিক অনুমান, স্থায়ী কোনও কাজ না থাকায় আত্মঘাতী হয়েছেন ওই যুবক। স্থানীয়দের একাংশেরও তাই অনুমান। আর্থিক অনটনই কারণ বলে স্থানীয়রা মনে করছেন। যদিও আত্মহত্যা মনে করা হলেও সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

     
  • Link to this news (আজকাল)