রবিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল, জানুন হাওয়া অফিস কী বলছে
আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তর–পশ্চিমের শীতল হাওয়া। ফলে শীতের পথ থমকাবে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে। যার জেরে নতুন বছরের প্রথম রবিবারে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার থেকে পারা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিরও। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও।
এদিকে, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বেশি বৃষ্টি হতে পারে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে। মেঘলা আকাশের কারণেই পারা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা।
এটা ঘটনা নতুন বছরের শুরুতে বেশ জাঁকিয়েই ঠান্ডা পরেছিল। কিন্তু রবিবার থেকেই ফের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস।
সোম, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। শনিবার সকালে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ছিল ঘন কুয়াশার দাপট। রবিবার কুয়াশার দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ছিল হালকা কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।