• দ্বিতীয় হুগলি সেতুতে ধুন্ধুমার, তুমুল তর্কাতর্কিতে জড়ালেন বাবুল-অভিজিৎ
    আজ তক | ০৪ জানুয়ারি ২০২৫
  • মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তর্কাতর্কিতে জড়ালেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে বচসায় জড়ান দুই রাজনীতিক। ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। 

    ঠিক কী ঘটেছে?

    জানা গিয়েছে, গাড়িতে করে হাওড়ায় তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন বাবুল। অভিজিৎও গাড়িতে চড়ে কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন। আচমকাই মাঝ রাস্তায় দু'জনের মধ্যে বিতণ্ডা বাধে। বাবুল দাবি করেছেন, তিনি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময় পিছন থেকে হুটার বাজিয়ে তীব্র গতিতে একটি গাড়ি আসছিল। ওই গাড়িটি বাবুলের গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। সেই সময় মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ঠিক করে গাড়ি চালানোর কথা বলেন। এরপরেই গোলমালের সূত্রপাত। 

    এরপরই বাবুল ওই গাড়িটি থামান। সেই গাড়ির পিছনের আসনে বসেছিলেন অভিজিৎ। তারপরেই বাবুলের সঙ্গে অভিজিতের তর্কাতর্কি বাধে। তবে গাড়ি থেকে নামেননি অভিজিৎ। তাঁকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাবুল। সরি না বললে সাংসদের গাড়ি এগোতে দেবেন না, একথাও বলেন বাবুল। পাল্টা অভিজিৎ বলেছেন, মত্ত অবস্থায় বাবুল লাফালাফি, চিৎকার করেছেন। বাবুল তাঁকে গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেছেন অভিজিৎ। এই ঘটনায় আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। 
  • Link to this news (আজ তক)