ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর থেকে জেলায় উত্তুরে হাওয়া প্রবেশ করতেই কমেছে তাপমাত্রা। ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই শীতের আমেজ রয়েছে কলকাতায়। আজ, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের প্রভাব প্রায় একইরকম থাকবে। জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বাতাসে বৃদ্ধি পাবে জলীয় বাষ্প। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাময়িকভাবে বাড়লেও তা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। একটি পশ্চিমী ঝঞ্ঝার সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন উত্তর ভারতের কিছু এলাকায়। এই কারণেই উত্তুরে হাওয়া কমজোরি হওয়ার ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী সপ্তাহেই ফের কনকনে শীত ফিরে আসবে। এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও সংলগ্ন কিছু এলাকায় আগামী মঙ্গলবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম। আজ, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে আজ, শনিবার সকালে শহরের কুয়াশার আধিক্য ছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।