রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। ৫০ বছরেরও বেশী সময় ধরে এখানে বসবাস করছেন তাঁরা। সাম্প্রতিক কালে এই সমস্যা তৈরি হয়েছে। আগে ছোট জায়গায় থাকলেও ক্রমশ তা বড় আকার ধারণ করছে। বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার ১২৩ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যান রাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল ডিপার্টমেন্টর সদস্যদের। পৌরসভার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা মনে করছে যে তেল বের হচ্ছে তা দাহ্য নয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান রাজপুর সোনারপুর পুরসভার পৌর পারিষদ সদস্য নজরুল আলি মণ্ডল।
উল্লেখ্য, 'পণের বলি'! বিয়ের এক মাস কাটতে না কাটতেই খুন বধূ? শ্বশুর, স্বামী, ভাসুর ও বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মৃতের পরিবারের লোকেরা। গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম সীতা মন্ডল। বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনারই ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায়। দেখাশোনা করে বিয়ে হয়েছিল সীতার। কবে? চলতি বছরের ১৭ নভেম্বর। স্বামী স্বামী অরূপ নস্কর সোনারপুরের কালিকাপুরের মুড়োগাছির এলাকার বাসিন্দা। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি কারখানা কাজ করেন তিনি।
বাপের বাড়ির লোকেদের দাবি, বিয়ের পর থেকে পণের দাবিতে মেয়ে উপর রীতিমতো অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ি লোকেরা। ২৪ ডিসেম্বর রাতে শেষবার সীতার সঙ্গে ফোনে কথা হয় তাঁর বাবা-মায়ের। এরপর গতকাল, বুধবার ২৫ ডিসেম্বর সকালে বেশ কয়েকবার ফোন করেছিলেন তাঁরা, কিন্তু ফোন ধবেননি ওই বধূ। দুপুরে মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয় বাবাকে।