• নামের সাদৃশ্য! মৃত কর্মীর ছেলে সেজে ট্রাম কোম্পানিতে চাকরি করে গ্রেপ্তার যুবক
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: মৃত কর্মীর ছেলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ট্রাম কোম্পানিতে চাকরি। নামের সাদৃশ‌্যকে কাজে লাগিয়ে ভুয়ো নথির মাধ‌্যমে দিব্যি হচ্ছিল আয়। তবে শেষমেশ ধরা পড়ে যায় জারিজুরি। মৃত কর্মীর মেয়ে অভিযোগ জানাতেই সত্যি সামনে আসে। গ্রেপ্তার হয় অভিযুক্ত। মধ‌্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার হাতে গ্রেপ্তার হয় ওই ব‌্যক্তি।

    পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে শিবপূজন সিং নামে ট্রাম কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়। নিজেকে তাঁর ছেলে বলে কাজে লাগিয়ে ব্রিজমোহন সিং ট্রাম কোম্পানির অফিসে ভুয়ো নথি জমা দেয়। তার ভিত্তিতে ইন্টারভিউ হয়। সে চাকরিও পেয়ে যায়। এর মধ্যেই শিবপূজনের মেয়ে বাবার চাকরি পাওয়ার চেষ্টা করতে থাকেন। সম্প্রতি তিনি জানতে পারেন যে, নিজেকে শিবপূজনের ছেলে বলে পরিচয় দিয়ে দিব্যি কাজ করে চলেছে ব্রিজমোহন।

    মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে জেরা করতে থাকেন। জেরায় ভেঙে পড়ে সে। জানায়, তার বাবার নাম রামপূজন সিং। সে বাবার নাম পালটেই চাকরিতে ঢোকে। তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)