এই ১২টি মেলা স্পেশালের মধ্যে ৩টি ট্রেন চলবে শিয়ালদহ দক্ষিণ, ২টি ট্রেন কলকাতা স্টেশন , ৫টি নামখানা, ১ টি করে যথাক্রমে লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ থেকে চলবে। এই ট্রেনগুলি মূলত শিয়ালদহ দক্ষিণ এবং নামখানা কাকদ্বীপ অঞ্চলকে উদ্দেশ করে চালানো হবে, যাতে সেই এলাকা থেকে গঙ্গাসাগরে পৌঁছতে সুবিধা হয়।
মেলার সময় পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব রেল শিয়ালদহ দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে ১২ এবং ১৭ জানুয়ারির মধ্যে ১২টি গ্যালোপিং ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
১২টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে শিয়ালদহ দক্ষিণ থেকে ৩টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৫টি, লক্ষ্মীকান্তপুর থেকে ১টি এবং কাকদ্বীপ থেকে ১টি ট্রেন ছাড়বে।
তিনটি মেলা স্পেশাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ থেকে যথাক্রমে সকাল ৬টা ১৫ মিনিটে, দুপুর ২টো ৪০ মিনিটে নামখানার উদ্দেশে ছাড়বে এবং ১৩ থেকে ১৬ জানুয়ারি বিকেল ৪টে ২৪ মিনিটে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে ছাড়বে।
১২, ১৩ এবং ১৪ জানুয়ারি কলকাতা স্টেশন থেকে দুটি মেলা স্পেশাল সকাল ৭টা ৩৫ মিনিটে নামখানার উদ্দেশে ছাড়বে এবং রাত ৯টা ৩০ মিনিটে নামখানার উদ্দেশে ছাড়বে। নামখানা থেকে পাঁচটি মেলা স্পেশাল ট্রেন রাত ২টো ০৫ মিনিটে (লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে), সকাল ৯টা ১০ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সকাল ১১টা ১৮ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে এই দিনগুলিতে। ১৩ থেকে ১৬ তারিখ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সন্ধ্যা ৭টা ০৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে।
দুপুর ২টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে একটি মেলা স্পেশাল শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। রাত ১১টা ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে একটি মেলা স্পেশাল শিয়ালদহের উদ্দেশে ছাড়বে।
১২ জানুয়ারি রবিবার নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় ইএমইউ ট্রেনগুলি সপ্তাহের অন্যান্য দিনের মতো চলবে। গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, আগামী ১০ থেকে ১৬ জানুয়ারি কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না।