• ‘বাঘিনি’ খুনে গোপন জবানবন্দি, শোক কাটাতে মজারু-মাশরুম
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৫
  • বিড়াল খুনের ঘটনায় এ বার অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়া হবে। গত ৬ অক্টোবর বিড়ালটি খুন হয় বলে অভিযোগ। এফআইআর–ও দায়ের হয় সে দিনই। গত বছরে ৯ ডিসেম্বর ‘এই সময়’ সংবাদপত্রে প্রথমবার বিড়াল খুনের খবর প্রকাশিত হয়। তার পরেই দ্রুত অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নিতে তৎপর হয়েছে পাটুলি থানা। ২৭ ফেব্রুয়ারি গোপন জবানবন্দি গ্রহণের দিন স্থির হয়েছে।

    তাঁর বিড়াল ‘বাঘিনি’–র খুনে দ্রুত শাস্তি চান অভিযোগকারিণী, কমলা গার্লস স্কুলের শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। তবে ‘বাঘিনি’–র শোক ভুলতে আরও দুই ‘বিদেশি অতিথিকে’ ফ্ল্যাটে এনেছেন তিনি।

    পাটুলির বাসিন্দা সঙ্গীতা বাড়িতে গত দু’বছর ধরে বিদেশি বিড়াল পোষেন। আগে ছিল বিভিন্ন ব্রিডের পাঁচটি বিদেশি বিড়াল। তার মধ্যে রয়্যাল বেঙ্গল প্রজাতির বিড়াল ‘বাঘিনি’–কে তাঁর প্রতিবেশী খুন করেছেন বলে অভিযোগ সঙ্গীতার। এই পরিস্থিতিতে বাঘিনি–র শূন্যতা ঢাকতে আরও একটি নতুন ব্রিটিশ শর্ট হেয়ার্ড ও একটি হিমালয়ান ক্যাট বাড়ি এনেছেন সঙ্গীতা। ব্রিটিশ শর্ট হেয়ার্ড ক্যাটের নাম ‘মজারু’ এবং হিমালয়ান ক্যাটের নাম রেখেছেন ‘মাশরুম’।

    সঙ্গীতার কথায়, ‘পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে ২৭ ফেব্রুয়ারি আমার গোপন জবানবন্দি নেওয়া হবে। আমি চাই, অভিযুক্ত শুভঙ্কর রায় দ্রুত শাস্তি পান।’ এ বিষয়ে অভিযুক্ত শুভঙ্কর আগেই ফোনে জানিয়েছেন, বাঘিনি–কে হত্যার অভিযোগ প্রসঙ্গে তিনি কোনও কথা বলতে চান না।

    ঘটনাচক্রে, শুভঙ্করকে জিজ্ঞাসাবাদ করতে এলে সেই সময়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের জন্য পুলিশও স্বতঃস্ফূর্তভাবে অভিযোগ করে ওই ব্যক্তির বিরুদ্ধে। সঙ্গীতা জানান, ‘বাঘিনি’–খুনে বেলগাছিয়ায় ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ভেটারনারি বায়োলজিক্যালস (আইএএইচ এন্ড ভিবি )–এর ময়না–তদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে।

    তার আগেই অবশ্য বিড়াল–খুনে পাটুলি থানায় (৩২৫ বিএনএস) প্রাণী হত্যা, ১১ প্রিভেশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমেল অ্যাক্ট (১৯৬০) ধারায় মামলা হয়। পাশাপাশি পুলিশের কাজে বাধা (৭৯), মহিলাকে অপমান (৩৫১ ক্লজ়২) ভয় দেখানো (১৩২ বিএনএস) এবং সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধার মামলাও হয়েছে শুভঙ্করের বিরুদ্ধে।

  • Link to this news (এই সময়)