মেলায় হাজির হয়ে বইমেলার বাইরে জাগো বাংলার স্টল দেখে পুরপ্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বইমেলার বাইরে কোন্নগর শহর তৃণমূলের উদ্যোগে জাগো বাংলার স্টল দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মূল মঞ্চ থেকে নেমে কল্যাণ কোন্নগরের পুরপ্রধান স্বপন দাসকে বলেন, ‘জাগো বাংলা স্টল বাইরে কেন হবে? এটা আমি মানতে পারছি না।’ পুরপ্রধান তাঁকে বোঝানোর চেষ্টা করলে তিনি রেগে মেলা থেকে বেরিয়ে যান।
পুরপ্রধান পরে বলেন, ‘বইমেলায় রাজনৈতিক কোনও স্টল দেওয়া হয়নি। এটা সরকারি অনুষ্ঠান। এখানে রাজনীতির বিষয় নেই। মেলায় প্রকাশনা সংস্থাকে অগ্রাধিকার দেওয়া হয় আগে আসার ভিত্তিতে। যারা আগে টাকা দেয় তারা পায়। জাগো বাংলা যে স্টল চেয়েছিল সেটা বুকিং হয়ে গিয়েছিল। তাকে আমি বাদ দিতে পারি না।’
তিনি জানান, জাগো বাংলা যখন আবেদন করে তাদের একটি স্টল দেওয়া হয়েছিল। কিন্তু সেটা তাদের পছন্দ হয়নি। কোন্নগর শহর তৃণমূল সভাপতি তন্ময় দেব বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকে কী বলেছেন সেটা দলের উচ্চ নেতৃত্বের বিষয়। আমাদের কাছে নির্দেশ ছিল, তাই বাইরে স্টল দিয়েছি।’