গত ১১ বছর ধরে দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত, অবশেষে জালে
আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত ১১ বছর ধরে ডেরা বদলেছে। কখনও দেশের এই প্রান্তে আবার কখনও অন্য প্রান্তে। শেষরক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল রবিউল ইসলাম। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী স্কুল মোড় এলাকায়। ধৃত অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে এদেশে ১১ বছর ধরে আত্মগোপন করে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ তাকে এবার গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, ২০১৪ সালে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল রবিউল। ধরা পড়ার ভয়ে মাঝের এই সময়টা ভারতের বিভিন্ন প্রান্তে সে ডেরা বদল করে থাকছিল। দু’বছর আগে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের ভেলাকোপায় এসে নিরাপত্তারক্ষীর কাজ করছিল। কিন্তু দেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হওয়ার পর তার সন্ধান পায় পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে রবিউল অস্বীকার করলেও জেরায় জানায় সে বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছিল।
পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, তাঁরা রবিউলকে জিজ্ঞাসা করছেন কেন সে এপারে এসেছিল এবং এতদিন ডেরা পাল্টে পাল্টে কী করছিল? তার সঙ্গে আরও কেউ এই দেশে এসে রয়ে গিয়েছে কিনা সেই প্রশ্নও করছে পুলিশ।