• ভাড়া বাড়ির দরজা ভেঙে উদ্ধার নার্সের দেহ, কী রহস্য রয়েছে খুঁজছে পুলিশ...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল এক নার্সের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃত ওই নার্সেরর নাম আমিনা সুলতানার (২৪)। বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায়। প্রায় ১১ মাস আগে আমিনার সঙ্গে তনভীর আজিম নামে বেলডাঙ্গার এক যুবকের বিয়ে হয়। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত ওই নার্স কাজের জায়গায় যাওয়ার সুবিধার জন্য ডোমকল পুরসভা এলাকায় বিডিও অফিস মোড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গিয়েছে। তনভীর শনিবার সকালে আমিনাকে বহুবার ফোন করেন। কিন্তু উত্তর না পেয়ে ভাড়া বাড়ির মালিককে গোটা ঘটনাটি জানান। এরপর ডোমকল থানার পুলিশ এসে দরজা ভেঙে ওই মহিলার দেহ উদ্ধার করে। 

    ডোমকল থানার এক আধিকারিক জানান, শনিবার সকালে যখন ওই মহিলার দেহ উদ্ধার হয় তখন সেটি ঘরের মধ্যে শোয়ানো অবস্থায় ছিল এবং হাতে 'স্যালাইন ড্রিপ' চলছিল। ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  তবে মৃতের পরিবারের তরফ থেকে শনিবার দুপুর পর্যন্ত কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

    মৃত ওই নার্সের স্বামী তনভির বলেন, ''শুক্রবার রাত ১১টা নাগাদ আমার সঙ্গে স্ত্রীর শেষবারের মতো কথা হয়েছিল। সেই সময় আমিনা আমাকে জানিয়েছিল তাঁর শরীর খারাপ করছে। এরপর সে আর ফোনে কথা বলতে চায়নি।'' তিনি আরও বলেন, ''এরপর একাধিকবার ফোন করলেও স্ত্রীর তরফ থেকে কোনও উত্তর পাইনি। আজ সকালে ভাড়া বাড়ির মালিককে আমি গোটা বিষয়টি জানাই।' হাসপাতালে কাজের চাপ খুব বেশি থাকায় মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়তে আমিনা এবং বাড়িতেই নিজের চিকিৎসা করতেন বলে জানিয়েছেন তনভির। তিনি বলেন, ''আগেও দু-একবার 'স্যালাইন ড্রিপ' নিজেই নিয়েছে বলে শুনেছিলাম। কীভাবে মৃত্যু হল তা বুঝতে পারছি না।''
  • Link to this news (আজকাল)