• জাল পাসপোর্ট কাণ্ডে অশোকনগর থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে এবার গ্রেপ্তার কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর। আব্দুল হাই নামে অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে কলকাতা পুলিশের গোয়েন্দারা অশোকনগর থানার কামারপুর খালধার পাড় এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন। তাঁর পরিবারের দাবি, চাকরি থেকে অবসর নেওয়া আব্দুল চক্রান্তের শিকার। যদিও কর্মজীবনের শেষ তিন বছর আব্দুল পাসপোর্ট ভেরিফিকেশন বিভাগেই কাজ করতেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। 

    জানা যায়, চক্রের মূল মাথা মনোজ গুপ্তা গ্রেপ্তার হওয়ার পর তাঁকে জেরা করেই আব্দুলের নাম উঠে আসে। এর আগে জাল পাসপোর্ট কাণ্ডে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ পুলিশ করলেও কীভাবে এত জাল পাসপোর্ট তৈরি হল তা নিয়ে পুলিশের ভূমিকাও খতিয়ে দেখতে শুরু করেন গোয়েন্দারা। কলকাতার পাশাপাশি রাজ্য পুলিশও এই নিয়ে খোঁজখবর শুরু করে। তদন্ত যতই গড়িয়েছে ততই 'সর্ষের মধ্যে ভূত' খুঁজতে তৎপর হয়েছে পুলিশ। সেই তদন্তের মধ্যে দিয়েই উঠে আসে আব্দুলের নাম। এর আগে আব্দুলকে জেরা করেন গোয়েন্দারা। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

    এবিষয়ে আব্দুলের পরিবারের দাবি, আব্দুল সৎ। তাঁকে ফাঁসানো হয়েছে।
  • Link to this news (আজকাল)