বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত ৮ দিনে রেকর্ড মদ বিক্রি কলকাতায়, কত কোটি?
আজ তক | ০৪ জানুয়ারি ২০২৫
বড়দিন ও নববর্ষে মদ বিক্রিতে বিরাট লাভ দেখল কলকাতা। গত বছরের মদ বিক্রির হার ছাপিয়ে গেল। বড়দিন ও নববর্ষ উপলক্ষে শুধু শহর কলকাতাতেই ১৩৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। আবগারি দফতর সূত্রে খবর, ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মাত্র আট দিনে কলকাতার বিভিন্ন দোকান ও বারে ১৩৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে৷ গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আবগারি দফতরের কলকাতায় চারটি বিভাগীয় জেলা রয়েছে- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর, বিধাননগর। সূত্র অনুযায়ী, আলিপুর জেলায় সর্বাধিক পরিমাণে মদ বিক্রি হয়েছে। কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর জেলা ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্সব চলাকালীন মদ বিক্রিতে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে এবং বিধাননগর জেলা চতুর্থ স্থানে রয়েছে।
সূত্রের দাবি, ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুধু আলিপুরে ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ে আলিপুরে প্রতিদিন গড়ে ৩ কোটি টাকা হয়। আলিপুরে প্রায় দ্বিগুণ বেড়েছে বিক্রি। এরপর রয়েছে উত্তর কলকাতা, তারপর দক্ষিণ কলকাতা, চতুর্থস্থানে রয়েছে বিধাননগর।
আবগারি দফতর জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে উৎসবের মরসুমে, উৎসব না থাকা মাসের তুলনায় প্রায় দু'গুণ বেশি মদ বিক্রি হয়েছে।