• বিঘার পর বিঘার ফসল পুড়ে ছাই! তুলে রাখা ধানে কী করে আগুন?
    ২৪ ঘন্টা | ০৪ জানুয়ারি ২০২৫
  • মনোরঞ্জন মিশ্র: সারা বছরের খাবারে কোপ? ব্যাপারটা প্রায় তাই। যদি কারও ৬ বিঘা জমির ফসল পুড়ে যায়, তা হলে তাঁর মাথায় হাত পড়ারই কথা। ঘটনা প্রায় তেমনই। পুরুলিয়ায় এক ব্যক্তির নিজের জমিতেই পুড়ল তুলে রাখা রাশীকৃত ধান।

    ধানজমিতে মজুত করা ফসলে ভয়াবহ এই আগুনে স্তম্ভিত সকলে। লহমায় পুড়ে ছাই প্রায় ছ'বিঘা জমির ধানের ফসল। মাথায় হাত চাষির। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে সেই আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ ফসলের মালিকের। শনিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার মানবাজার থানার বিশরী অঞ্চলের দামদা গ্রাম এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মানবাজার থানায়।

    জানা যায়, গ্রামের বাসিন্দা সুদন বাউরি প্রায় ৬ বিঘা ধানের ফসল মজুত করে রেখেছিলেন তাঁরই চাষের জমিতে। এদিন দেখা যায় দাউ দাউ করে জ্বলছে মজুত করা সেই ধান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে যায়।

  • Link to this news (২৪ ঘন্টা)