• অবশেষে মিলল অনুমতি, পার্থর বিরুদ্ধে সিবিআই চার্জশিটের অনুমোদন রাজ্যপালের
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: অবশেষে মিলল অনুমতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল। ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত আরও একধাপ এগোল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    সিবিআইয়ের তরফে চার্জশিট পাঠানো হয় রাজ্যপালের কাছে। তাতেই অনুমোদন দিল রাজ্যপাল। শনিবার সেই চার্জশিট গ্রহণ করেছে আদালতও।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)