• সরকারি বাসে নেই পর্যাপ্ত চালক, কন্ডাক্টর, নিয়োগে জোর পরিবহণ দফতরের
    হিন্দুস্তান টাইমস | ০৪ জানুয়ারি ২০২৫
  • সরকারি বাসের সংখ্যা কম, তার ওপর পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টর না থাকায় ঠিকমতো বাস চলাচল করছে না। যারফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারি বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। এমনই অবস্থা রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সরকারি গণপরিবহণের। এই সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছে পরিবহণ দফতর।

    গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে সরকারি বাস পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী পরিবহণ দফতরকে নীরবে থাকা দফতর বলেও কটাক্ষ করেছিলেন তিনি। দতরের আধিকারিকদের দাবি, পরিকাঠামো এবং কর্মীদের অভাবের ফলে সমস্যা হচ্ছে। তাদের বক্তব্য, রাস্তায় সরকারি বাস পাওয়াটা সহজলভ্য করতে গেলে প্রয়োজনীয় সংখ্যক বাস নামতে হবেএবং চালক কন্ডাক্টর নিয়োগের ওপর জোর দিতে হবে। এর অভাব থাকার ফলে সমস্যা হচ্ছে। যদিও কিছু কিছু রুটে বাসের ট্রিপের সংখ্যা বাড়িয়ে পরিষেবা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে তারপরও পরিষেবার খামতি থেকেই কাছে বলে দাবি দফতরের আধিকারিকদের একাংশের।

    জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে দুই বঙ্গে যে বাস চলে পরিষেবা ঠিকমতো রাখতে গেলে তার চেয়ে আরও কয়েকশো বাসের প্রয়োজন। সূত্রের খবর, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ৬০০টি মতো বাস চলাচল করে। তবে আরও ২০০টি বাসের প্রয়োজন। আর এই অবস্থায় ঘাটতি মেটাতে বাসে ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। যদিও আধিকারিকদের বক্তব্য, দীর্ঘক্ষণ বাস চালাতে হয় চালকদের। তাই তাদের বিশ্রামের কথা মাথায় বেশি সময় গাড়ি চালানোর জন্য জোর করা যায় না। তবে তারপরেও অনেকেই বাড়তি সময় গাড়ি চালান। যার ফলে ট্রিপের সংখ্যা বাড়ানো সম্ভব হয়েছে।

    প্রসঙ্গত, রাজ্য সরকার বাসের পরিষেবা বাড়াতে চাইছে। ফলে অনেক দিন ধরেই নতুন বাস কিনতে চাইছে পরিবহণ দফতর। ইতিমধ্যেই দফতর এবিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছে। এছড়াও বাসচালক ও কন্ডাক্টর নিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে । সরকার এবিষয়ে ইতিবাচক বলেই জানা যাচ্ছে।

    পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সরকারি বাসের পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা হচ্ছে। তিনি জানিয়েছেন, সরকার সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে চাইছে। সরকারি বাসের পরিষেবা আরও ভালো দিতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সব সমস্যার দ্রুত সমাধান করা হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)