• গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুবিধায় চলবে ১২টি স্পেশ্যাল ট্রেন, রইল সময়সূচি
    হিন্দুস্তান টাইমস | ০৪ জানুয়ারি ২০২৫
  • আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। সেই উপলক্ষে পূণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করছে পূর্ব রেল। পূণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত ১২টি স্পেশাল ট্রেন চালানো হবে। এগুলি শিয়ালদা দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষীকান্তপুর, নামখানা এবং কাকদ্বীপ থেকে চলাচল করবে।

    শনিবার পূর্ব রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, অতিরিক্ত ১২টি স্পেশ্যাল ট্রেন চলবে আগামী ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। এই ১২টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে শিয়ালদা দক্ষিণ থেকে ৩টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৫টি, লক্ষ্মীকান্তপুর থেকে ১টি এবং কাকদ্বীপ থেকে ১টি করে ট্রেন ছাড়বে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা দক্ষিণ থেকে অতিরিক্ত ৩টি মেলা স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৬.১৫ টা  । এগুলি ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। কলকাতা স্টেশন থেকে। 

    এছাড়া, নামখানার উদ্দেশ্যে দুটি মেলা স্পেশ্যাল ছাড়বে সকাল ৭.৩৫ টা এবং রাত ৯টা ৩০ টায়। সকালের ট্রেনটি ১২ এবং ১৪ জানুয়ারি চলবে। নামখানা থেকে পাঁচটি মেলা স্পেশ্যাল রাত ২.০৫ টায়, সকাল ৯.১০ টায়, সকাল ১১টা ১৮ মিনিটে  ছাড়বে। এরমধ্যে প্রথম ট্রেনটি লক্ষীকান্তপুরের উদ্দেশ্যে রওনা দেবে এবং পরের দুটি ট্রেন শিয়ালদার উদ্দেশে ছেড়ে যাবে। ১২ ও ১৪ এগুলি চলবে। পরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং সন্ধে ৭টা ০৫ মিনিটে দুটি ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনগুলি চলবে ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। 

    এদিকে, কাকদ্বীপ থেকে দুপুর ২টো ৪০ মিনিটে একটি মেলা স্পেশ্যাল ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে। রাত ১১টা ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে একটি মেলা স্পেশ্যাল শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে। তবে ১২ জানুয়ারি লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় লোকাল ট্রেনগুলি সপ্তাহের অন্যান্য দিনের মতো চলবে। 

    এই সব মেলা স্পেশ্যাল ট্রেন গ্যালোপিং। মেলা স্পেশ্যাল এই ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। পরে সেটি গ্যালোপিং হয়ে যাবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)