সাইবার প্রতারণায় অর্থ খোয়া গেলে পোর্টালে অভিযোগ করতে হবে, লালবাজারের বড় পদক্ষেপ
হিন্দুস্তান টাইমস | ০৪ জানুয়ারি ২০২৫
সাইবার ক্রাইম করার জন্য নানারকম ফন্দি–ফিকির বের হচ্ছে। নিত্যনতুন সেই ফন্দি বুঝতে না পেরে তাতে পা দিয়ে ফেলছেন আমজনতা। আর সাফ হয়ে যাচ্ছে জমানো পুঁজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। আর নগদ খোয়া যেতেই হাপিত্যেশ করতে শুরু করছেন তাঁরা। তারপর কোনওরকমে পুলিশের কাছে গিয়ে নালিশ করছেন। এবার থেকে এমন ঘটনা ঘটলে শুধু পুলিশে নালিশ করলে হবে না। একই সঙ্গে ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’ সেখানে করতে হবে অভিযোগ। এবার এটাকে আবশ্যিক করা হয়েছে বলে নির্দেশ জারি করল লালবাজার।
এই অভিযোগ করলে সেটা একদিকে গোটা দেশ জানতে পারবে। অপরদিকে একটা রেকর্ড থেকে যাবে। তাহলে ওই সাইবার অপরাধীরা একই পথে দ্বিতীয়জনকে প্রতারিত করতে পারবে না। সুতরাং সাইবার অপরাধীকে খুঁজে বের করতেও সহজ হবে। কেন্দ্রীয় পোর্টালে সাইবার প্রতারণার অভিযোগ করতে যাতে অভিযোগকারীরা সমস্যায় না পড়েন, তাই তাঁদের সাহায্য করবেন পুলিশ অফিসাররাও। লালবাজারের পক্ষ থেকে পুলিশকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এখন সাইবার অপরাধ মারাত্মক হারে বেড়ে চলেছে গোটা দেশে। বাংলাতেও তা হচ্ছে।
লালবাজার সূত্রে খবর, সাইবার প্রতারণার জেরে অভিযোগকারীর টাকা খোয়া গেলেও সেই টাকা তিনি ফেরত পান না। কিছু কিছু ক্ষেত্রে আবার অপরাধীদের ধরা গেলে সে টাকা উদ্ধার হয়। কেন্দ্রীয় এনসিআরপি পোর্টালে সাইবার অপরাধের আবেদন জানালে সহজে টাকা ফেরত সম্ভব হয়। তাই এবার থেকে কলকাতার প্রত্যেকটি থানা এবং সাইবার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তি যেন পুলিশের সঙ্গে সঙ্গে এনসিআরপি পোর্টালে অভিযোগ জানিয়ে দেন। কলকাতা পুলিশের ওয়েবসাইটেও এনসিআরপি পোর্টালের লিংক রাখা থাকবে। তার মাধ্যমেও ওই অভিযোগ জানিয়ে দেওয়া যাবে।
এখন নিত্যনতুন পদ্ধতিতে সাইবার ক্রাইম ঘটে চলেছে। সোশ্যাল মিডিয়ায় নানারকম সাইবার অপরাধের ক্ষেত্রে কোনও লিংক অথবা কোনও অশ্লীল পোস্টের স্ক্রিনশট তুলে রাখতে হবে অভিযোগকারীকে। কাউকে কোনও ওটিপি শেয়ার করা যাবে না। যিনি সাইবার অপরাধের শিকার হয়েছেন তাঁর পরিচয়পত্রও জমা দিতে হবে পুলিশকে। প্রয়োজনে পরবর্তী সময়ে যিনি অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গে যোগাযোগও রাখতে হবে বলে জানিয়েছে পুলিশ। কোনও প্রলোভনে পা না দেওয়ার অনুরোধ করেছে পুলিশ। একইসঙ্গে এখন মোবাইল ফোনে সচেতনতা করার কাজ চলছে।