• মুর্শিদাবাদে তৃণমূলের মিছিলের মাঝেই যুবককে লক্ষ্য করে গুলি, আতঙ্ক এলাকায়
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৫
  • মালদায় তৃণমূল কাউন্সিলারকে গুলি করে হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই শনিবার বিকেলে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি স্থানীয় যুবক রিন্টু বিশ্বাস। কে বা কারা গুলি চালাল, তদন্ত করে দেখছে পুলিশ।

    জানা গিয়েছে, ওই এলাকায় একটি পুজোর বিসর্জনের শোভাযাত্রা ছিল। পাশ দিয়েই তৃণমূল কংগ্রেসের একটি মিছিল যাচ্ছিল। মিছিলে অংশগ্রহণকারী কিছু যুবকের সঙ্গে শোভাযাত্রার কয়েকজনের বচসা শুরু হয়। বচসার মাঝেই রিন্টুকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

    খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুর এলাকার বাসিন্দা। যুবকের বুকের কাছে বাম দিকে গুলি লাগে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নওদা থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ভিড়ের মাঝে কে গুলি চালিয়েছে খতিয়ে দেখা হচ্ছে। এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।

    ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তেজনায় ফুটছে। ঘটনাস্থল ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার সকালেই নওদা ব্লকের মধুপুর পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বুলেট সাদা থানা, হুমকি চিঠি ও শেষকৃত্যের সামগ্রী রেখে যায় কেউ বা কারা। হুমকি চিঠিতে লেখা ছিল এক ছোবলেই ছবি। ঘটনার আতঙ্কের রেশ কাটতে না কাটতেই নওদায় গুলিবিদ্ধ এক যুবক।

  • Link to this news (এই সময়)