শীতের মরশুমে সিকিম হোক বা হিমাচল, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণ ভারতের কোনও রাজ্য, ভ্রমণসূচি তৈরি হয় আগেই। রেলের পূর্ব নিয়ম অনুযায়ী চার মাস আগে টিকিট কাটার সুযোগ থাকায় জানুয়ারি-ফেব্রুয়ারি টিকিট অলরেডি বুকিং করে ফেলেছেন অনেকেই। কিন্তু শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হয় টিকিট বাতিল মূল্য (Cancellation Charge)-সহ অতিরিক্ত কিছু মূল্য। কিন্তু নির্দিষ্ট সময়ে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং বাতিল করলে ফেরত পাবেন পুরোটাই।
রেলের নিয়ম বলছে, আপনার যাত্রা দিনের ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হলে টিকিট বাতিল মূল্য (Cancellation Charge) ছাড়া পুরো মূল্যই ফেরত দেওয়া হয়। ১২ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা আগে করলে ২৫ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে। ৪ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা আগে করলে ৫০ শতাংশ টাকা কেটে নেবে রেল।
রেলের টিকিট বাতিল মূল্যও (Cancellation Charge) নির্ধারিত রয়েছে। ট্রেনের এগজিকিউটিভ ক্লাস (এসি) যাত্রীদের জন্য টিকিট বাতিল মূল্য ২৪০ টাকা, ফার্স্ট ক্লাসের (এসি) যাত্রীদের জন্য ২০০ টাকা, এসি চেয়ার কার যাত্রীদের জন্য ১৮০ টাকা, স্লিপার ক্লাস যাত্রীদের জন্য ১২০ টাকা ও সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য ৬০ টাকা নেওয়া হয়।