ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স ছিলেন আমিনা সুলতানা । তাঁর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। কাজের জন্যেই ডোমকলের একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ভাড়া বাড়ির বন্ধ ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় দেখা যায় তাঁর হাতে স্যালাইনের চ্যানেল করা রয়েছে। অথচ সেই ঘরে থেকে কোনও স্যালাইনের বোতল মেলেনি।
মৃতার স্বামী তানভির আজম জানান, শুক্রবার ডিউটি ছিল আমিনার। ডিউটি সেরে বাড়ি ফেরেন। রাতে স্বামীর সঙ্গে ভিডিয়ো কলে কথা হয়। স্বামী বেলডাঙায় থাকেন। শনিবার ডিউটি ছিল না আমিনার। এ দিন বেলডাঙায় একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল ওই দম্পতির। তবে সকাল থেকে স্ত্রীকে ফোনে পাননি বলে জানান তানভির। সন্দেহ বাড়তেই বাড়ির মালিককে এরপর ফোন করেন তিনি। বাড়ির মালিক ডাকাডাকি করে সাড়া না মেলায় পুলিশকে খবর দেন।
ডোমকল থানার পুলিশ এসে বন্ধ ঘর থেকে দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের উপরও নির্ভর করা হচ্ছে।’
মৃতার স্বামী জানিয়েছেন, মাঝেমধ্যে কাজের চাপে অসুস্থ হয়ে পড়লে নিজেই স্যালাইন নিতেই আমিনা। শুক্রবার রাতে ফোনে কথা বলার সময় আমিনা অসুস্থবোধ করছেন বলেও জানিয়েছিলেন। যদিও, ঘরে কোনও স্যালাইনের বোতল না মেলায় রহস্য বাড়ছে। মহিলা কোনওরকম মানসিক চাপেও ছিল না বলে দাবি তাঁর স্বামীর। নার্সের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।