তাঁদের বক্তব্য, সিবিআইয়ের তরফে দিল্লি এমস-এর ফরেন্সিক বিশেষজ্ঞ আদর্শ কুমারের নেতৃত্বে প্রথমে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত একটি বোর্ডের কাছে সমস্ত ‘বায়োলজিক্যাল এভিডেন্স’-এর রিপোর্ট পাঠানো হয়েছিল। ওই সব রিপোর্টে নানা প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পরে আরও দু’জন ফরেন্সিক বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছিল। মোট ১৪ জন ফরেন্সিক বিশেষজ্ঞ ধর্ষণ ও খুনের মামলার সমস্ত রিপোর্ট পর্যবেক্ষণ করেছেন এবং ওই সব প্রশ্নের ক্ষেত্রে বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে মতামত দিয়েছেন।
বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে খুন ও ধর্ষণের ঘটনার সমস্ত তদন্ত রিপোর্ট শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি, খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর। মামলার বিচার প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে। আজ, শনিবার অভিযুক্তের আইনজীবী ও সিবিআইয়ের আইনজীবীদের সওয়াল-জবাব রয়েছে। এই সওয়াল-জবাব মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আইনজীবীদের একাংশের কথায়, ফরেন্সিক রিপোর্টে উঠে আসা তথ্য নিয়ে অভিযুক্তের আইনজীবীর নানা প্রশ্নের মুখোমুখি হতে পারে সিবিআই। পাশাপাশি, অভিযুক্তের আইনজীবী এবং সিবিআইয়ের আইনজীবীদের তদন্তের প্রেক্ষিতে বিচারক নানা প্রশ্নও করতে পারেন বলে মনে করছেন তাঁরা।