• শিক্ষা থেকে পরিষেবা, নির্দেশিকা ডাক্তারদের
    আনন্দবাজার | ০৪ জানুয়ারি ২০২৫
  • রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে পড়াশোনা, গবেষণা, রোগী পরিষেবা নিয়ে সব স্তরের চিকিৎসকদের দায়িত্ব সম্পর্কে বিশদে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।

    শুক্রবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের জারি করা আট পাতার ওই নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে, সপ্তাহে ছ’দিন অন্তত সাত ঘণ্টা করে মোট ৪২ ঘণ্টা ডিউটি করতেই হবে। তার মধ্যে রবিবারও ডিউটি থাকবে রোটেশন অনুযায়ী। রোগীর পরিজনের সঙ্গে কথা বলা, চিকিৎসকদের ডিউটি রস্টার তৈরি বাধ্যতামূলক করা, ২৪ ঘণ্টা কেন্দ্রীয় পরীক্ষাগার ও রেডিয়োলজি বিভাগ চালু রাখার বিষয়ে কী করতে হবে, তা জানানো হয়েছে। স্নাতক, স্নাতকোত্তর পড়ুয়াদের পড়াশোনা ও গবেষণাপত্র প্রকাশেরও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি মেডিক্যাল কলেজেরই জরুরি বিভাগে রোগীর অবস্থা অনুযায়ী তিনটি স্তর বা জ়োন (সবুজ, হলুদ, লাল)-এ চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখার কথাও নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। এবং সেখানে কোন চিকিৎসকেরা দায়িত্বে থাকবেন, তা-ও উল্লেখ করা হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)