জানা গিয়েছে, শনিবার রাত ৮টা ১৫ নাগাদ বাইকে করে এক দুষ্কৃতী এসে বোমাবাজি করে। পঞ্চায়েত উপপ্রধানের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইকে করে এক যুবক এসে তাঁর বাড়ি লক্ষ্য করে দু’বার বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা ফাটে। পরে পুলিশ এসে আরেকটি বোমা উদ্ধার করে।
শেখ মহিউদ্দিনের অভিযোগ , ‘আমি দিন দুয়েক আগেইপ্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলাম। ঘটনা সেই দিকেই মোড় নিচ্ছে।’ যদিও বোমাবাজির সময় ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন। বোমা বিস্ফোরণের আওয়াজ পেয়ে বাড়ি থেকে তাঁর মা ফোন করে বিষয়টি জানান। মহিউদ্দিন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, দু’দিন আগেই শেখ মহিউদ্দিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, গত বছর ১২ নভেম্বর থেকে তাঁকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান মহিউদ্দিন। কে বা কারা বোমা নিক্ষেপ করেছে? এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ আছে কি না তদন করে দেখছে পুলিশ।