• বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, ১০০ নম্বরে ডায়াল করতেই বাস থামিয়ে আটক...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বেসরকারি বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ। বাস থেকেই ১০০ নম্বর ডায়াল এক মহিলা যাত্রীর। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় বাস থামিয়ে দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। ঘটনায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। শিবপুর থানাতেও লিখিত অভিযোগ করেছেন তাঁরা। 

    সূত্রের খবর, ধর্মতলা-সাঁতরাগাছি রুটের একটি বেসরকারি বাসে ধর্মতলা থেকে মহিলা সিটে বসেছিলেন দুই যুবক। একের পর এক মহিলা যাত্রী বাসে উঠে ওই দুই যুবককে সিট ছাড়তে বললে তারা শোনেনি। উল্টে কটাক্ষ করতে থাকে। অশালীনভাবে অঙ্গভঙ্গি করে বলেও অভিযোগ। অন্যান্য মহিলারাও ওই দুই ব্যক্তিকে মহিলা সিট ছাড়ার কথা বললেও দুই যুবক পাত্তা দেয়নি। এমনকী অভিযুক্তরা গালিগালাজ করে বলেও অভিযোগ। এরমধ্যেই এক মহিলা যাত্রী পুলিশের ১০০ নম্বর ডায়াল করেন। ততক্ষণে বাসটি দ্বিতীয় হুগলী সেতুর উপর উঠে পড়েছে। লোকেশন ট্র্যাক করে জানতে পারে পুলিশ। টোল প্লাজায় বাসটিকে আটকানো হয়। দ্রুত দুই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে আটক করে পুলিশ। অভিযোগকারী মহিলা যাত্রীদের শিবপুর থানায় নিয়ে আসা হয়। তাঁরা লিখিত অভিযোগ করেন। পুলিশের ভূমিকায় মহিলারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন।       

    অভিযোগকারি মহিলা যাত্রীদের কথায়, বারবার ওই যুবকদের মহিলা সিট থেকে উঠতে বললেও সিট ছাড়েননি। উল্টে গালিগালাজ এবং মারতে উদ্যত হয়। ওদের আচরণে আমরা ভয় পেয়ে যাই। বাধ্য হয়ে পুলিশ ডায়াল করি এবং দ্রুত পুলিশের হস্তক্ষেপে আমরা খুশি।
  • Link to this news (আজকাল)