আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...
আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত- বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের মধ্যেই বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশে আটক মৎস্যজীবীদের বিনিময় হবে। রবিবার বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫জন মৎস্যজীবী। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০জন মৎস্যজীবী। শনিবার সকালে কাকদ্বীপ থেকে ১২জন বাংলাদেশী মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে পারাদ্বীপ থেকে ৭৮জন বাংলাদেশী মৎস্যজীবীকে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হবে। সবমিলিয়ে ৯০জন বাংলাদেশী মৎস্যজীবী দেশে ফিরবেন।
বাংলাদেশ জেল থেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছেন ৯৫জন ভারতীয় মৎস্যজীবী। এই ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশের বাড়ি কাকদ্বীপ, নামখানায়। গত অক্টোবর ও নভেম্বর মাসে মাছ ধরার সময় বাংলাদেশ জল সীমানার ভিতরে ঢুকে পড়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক করা হয় তাঁদের ৬টি ট্রলার। জানা গিয়েছে, মুক্তির পর ভারতীয় মৎস্যজীবীরা নিজেদের ট্রলার নিয়েই ফিরবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ জানুয়ারি গঙ্গাসাগরে নিয়ে আসা হবে ভারতীয় মৎস্যজীবীদের। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগরে থাকবেন। নিজের লোকের এই মুক্তির খবরে স্বস্তিতে ভারতীয় মৎস্যজীবীদের পরিবার।