'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...
আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মালদার দাপুটে নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের নেপথ্যে রয়েছে কোনও প্রভাবশালী মাথা। বিস্ফোরক এই দাবি করেছেন খোদ দুলালের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তাঁর সাফ কথা, "এত বড় ঘটনা ঘটাতে গেলে তো প্রচুর সাহসের দরকার। পুলিশ চাইলে সব সামনে আসবে। তার অপেক্ষা করছি।"
ইংরেজি নতুন বছরের দ্বিতীয় দিনে প্রকাশ্য দিবালোকে মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পাঁচবারের কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দুলাল সরকারকে মৃত বলে ঘোষণা করেন।
গুলি করার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। এরপর পুলিশ তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করে যার মধ্যে দু'জন বিহারের বাসিন্দা। এরপর আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে ধৃতের সংখ্য়া ৫। ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখনও দুলাল সরকার খুনের ঘটনার মাস্টার মাইন্ডকে খুঁজে পাওয়া যায়নি।
চৈতালি ঘোষ সরকার বলেছেন, "বাবলা সরকার খুনের ঘটনার পিছনে প্রভাবশালী মাথা রয়েছে। না হলে এত বড় ঘটনা ঘটাতে গেলে প্রচুর সাহসের দরকার। পুলিশ চাইলে সব সামনে আসবে। আমি তার অপেক্ষা করছি।" চৈতালী দেবীর প্রশ্ন, "ধৃতদের সামনে দেখিয়ে অন্যদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না তো? এটি এদের বড় ষড়যন্ত্র নয় তো? আমি কিছু বুঝে উঠতে পারছি না। ভাড়াটে গুন্ডারা তো শুধু ভাড়াটে। সাথে সাথে যারা এই চক্রান্ত করে খুন করেছে তাদের খুঁজে বের করতে হবে। ব্যবস্থা নিতে হবে।"
শাসক দলের এই নেতা খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ খুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরই মধ্যেই চৈতালী ঘোষ সরকারের বিস্ফোরক মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী।