আজকাল ওয়েবডেস্ক: পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে চায় ইসরো। এর জন্য ইসরোর ভ্রাম্যমাণ বাস গোটা দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ঘুরছে। এদিন ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন উইলস প্রোগ্রামের গাড়িটি এসে পৌঁছল কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে। এদিন ওই গাড়ি স্কুলে পৌঁছনো মাত্রই ছাত্রছাত্রীদের মনে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।
জানা গেছে, স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান সম্বন্ধে স্পষ্টভাবে ধারণা দিতে ইসরো ও ভিভিএম পরিচালিত স্পেস অন উইলস প্রোগ্রামের গাড়িটি কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে পৌঁছয়। ওই গাড়িটি স্কুলের সামনে এসে উপস্থিত হলে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা ইসরোর গাড়ির ভেতরে প্রবেশ করে। গাড়ির ভেতরে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ, উৎক্ষেপণ যান, চন্দ্রযান, মঙ্গলযান, বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে দেখাচ্ছেন এবং তার সম্পর্কে সচেতন করছেন ওই স্কুলের শিক্ষকরা। এদিন কোচবিহার শহরের মোট ১৩টি স্কুল সেখানে অংশগ্রহণ করে। পাশাপাশি সকল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এদিন এবিষয়ে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, 'দেশের স্কুল পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে চায় ইসরো। এর জন্য ইসরো ভ্রাম্যমাণ বাস গোটা দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঘুরছে। এদিন ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন উইলস প্রোগ্রামের জন্য কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে ওই গাড়িটি এসে পৌঁছয়। সেখানে গাড়ির ভিতরে থাকা ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ, উৎক্ষেপণ যান, চন্দ্রযান, মঙ্গলযান ও বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের দেখানো হয়। ইসরোর এই ভ্রাম্যমাণ বাসটি আমাদের স্কুলে আসায় আমরা গর্বিত এবং তাদের আমরা সাধুবাদ জানাই।'