• 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ', শনিবার রিষড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। এদিন রিষড়া রেল স্টেশন সংলগ্ন মৈত্রীপথ এলাকায় রিষড়া পুরসভার উদ্যোগে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় শাগর মিশ্র, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি প্রমুখ। 

    এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা প্রসঙ্গে কল্যাণ বলেন, 'বাবুল সুপ্রিয়কে যাতা ভাষায় গালাগাল দিয়েছেন উনি।কী করে হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন জানি না।বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করাবে বলেছেন। হিম্মত থাকলে করে দেখান। আসলে উনি আইনটাইন কিছু জানেন না। উনি অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত। কী ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, আমি জানি। উনি এখনও নিজেকে হাইকোর্টের চিফ জাস্টিস ভাবেন। তাই যা খুশি তাই করছেন। একটা পাওয়ার ড্রাঙ্ক ম্যান। ক্ষমতার লোভী। ক্ষমতা নিয়ে থাকতে চান।'

    শ্রীরামপুরের সাংসদ আরও বলেন, 'ওয়াকফ বিল নিয়ে চলে এলেন। এই বিল নিয়ে লড়াই চলছে। আমি এমন একটা সংসদের সাংসদ, যেখানে ৩০-৩৩ শতাংশ সংখ্যালঘু ভোট। তাঁদের জন্য আমাকে বলতে হবে। আমার এলাকায় হিন্দু ভোটার আছেন, মুসলিম ভোটার আছেন, অন্যান্য ধর্মের ভোটারও আছেন। যেটা রাজ্যের অন্যান্য যেকোনও এলাকার থেকে একেবারেই অন্যরকম। আমি বলেছি ওয়াকঅফ বিল নিয়ে লড়তে গিয়ে, আমার শরীর থেকে যখন রক্ত দিয়েছি দরকারে আরও রক্ত দেব। কিন্তু ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনও অবস্থাতেই নষ্ট হতে দেব না।'
  • Link to this news (আজকাল)