• জেলমুক্তির পর সরকারি পদে পুনর্বহাল অনুব্রতকে, নবান্ন থেকে গেল চিঠি
    আজ তক | ০৫ জানুয়ারি ২০২৫
  • জেলমুক্তির পর পুরনো পদে পুনর্বহাল অনুব্রত মণ্ডল। রাজ্যর স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন হল অনুব্রতের। দু'বছর জেলবন্দি থাকাকালীন কাউকে এই পদে আনা হয়নি। জেলায় ফিরে ফের সরকারি পদ পেলেন অনুব্রত। গরু পাচার মামলায় পুজোর আগেই জামিন পেয়েছেন তিনি। দল ও সংগঠনের কাজও সামলে নিয়েছেন।

    এরই মাঝে জল্পনা চলছিল তাঁর পুরনো পদ ফেরৎ পাবেন কিনা। জল্পনার অবসান ঘটল। নবান্ন থেকে তাঁর কাছে একটি চিঠিও আসে। জেলবন্দি হওয়ার আগে পর্যন্ত এই পদে ছিলেন। ফের সরকারি পদে ফিরলেন অনুব্রত। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন তিনি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদে তাঁকে মনোনীত করেন। 

    সরকারি পদে পুনর্বহাল নিয়ে তিনি কেষ্ট বলেন, 'আমিই ছিলাম, আমিই আছি।' পদ পেয়ে বোলপুরে আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করেন তিনি।

    ২০১৯ সাল পর্যন্ত টানা এই পদে ছিলেন অনুব্রত। জেড ক্যাটাগরি নিরাপত্তা, নীল বাতির গাড়ি সবই পেতেন তিনি।  এরপর গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন কেষ্ট। দিল্লির তিহাড় জেলে দু'বছর বন্দি অবস্থায় ছিলেন। ২০২৪-এর অক্টোবরে জামিনে মুক্ত হন। ২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহাড়ে বন্দি ছিলেন তিনি। এরপর নভেম্বরে ইডিও তাঁকে গ্রেফতার করে। সেই থেকে শূন্য ছিল এই স্থান। জেল থেকে ফিরতেই পদ ফিরে ফেলেন কেষ্ট।
  • Link to this news (আজ তক)