মুর্শিদাবাদে মিছিলে যাওয়ার পথে তৃণমূলের বাসে হামলা, গুলিবিদ্ধ যুবক
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, মুর্শিদাবাদ: মিছিলে যাওয়ার পথে তৃণমূলের একটি বাসে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের নওদা। হামলার পাশাপাশি বাসে গুলি চালানোরও অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ছেন এক তৃণমূল কর্মী। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
জানা গিয়েছে, শনিবার এলাকার একটি ব্লকে অপরাজিতা বিল চালুর দাবিতে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছিল। অভিযোগ, রওনা হওয়ার আগেই বাসটিকে আটকে প্রথমে বিক্ষোভ দেখায় কিছু অজ্ঞাত পরিচয় যুবক। এরপরই তাঁরা সেখানে উপস্থিত তৃণমূলকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকা সেখানে গুলি চলে। তাতেই গুলিবিদ্ধ হন ওই তৃণমূল কর্মী। তৃণমূলের নওদা ব্লক সভাপতি শফিউজ্জমান শেখ বলেন, “এই হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। সর্বাঙ্গপুর এলাকার অধিকাংশ বুথ গেরুয়া শিবিরের দখলে। আমাদের ঘোষিত কর্মসূচিতে যাতে কর্মীরা আসতে না পারেন, সেই জন্যই বাসে হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, সেখানে গুলিও চালানো হয়েছে।”