মারধরের পর এবার হুমকি। নিরুপায় হয়ে এবার বারাসত থানার দ্বারস্থ বাগুইআটির আক্রান্ত প্রোমোটার। বারাসত আদালত চত্বরে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত প্রোমোটার ও তাঁর পরিবার। বাগুইআটিতে ৫০ লক্ষ টাকা তোলা না দেওয়ায় প্রোমোটারকে মারধর করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা।কিন্তু ঘটনার পর ৩ সপ্তাহ গড়াতে চললেও এখনও অধরা তৃণমূল কাউন্সিলর।