মনোরঞ্জন মিশ্র: পুরুলিয়া শহরের ভাঁটবাঁধ পাড়ার পুকুর থেকে উদ্ধার ভাসমান দেহের নাম ও পরিচয় জানতে পারল পুলিস। পুলিস সূত্রে খবর, মৃত নাবালিকার নাম পায়েল মুর্মু (১৩) । বাড়ি টামনা থানা এলাকায় । পুরুলিয়া শহরের বেলগুমা পুলিস লাইনে পুলিস কোয়ার্টারে পেশায় পুলিস কর্মী মায়ের সাথে থাকত সে।
গত ৩০ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা । পাঁচদিন ধরে নিখোঁজ ছিল সে। পরিবারের পক্ষ থেকে টামনা থানায় নিখোঁজ ডায়েরি হয় । আজ পুরুলিয়া শহরে পুকুরের মধ্যে ওই নাবালিকার ভাসমান দেহ উদ্ধার হয় । খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তার তদন্ত শুরু করেছে পুলিস ।
উল্লেখ্য, শনিবার দুপুরে পুকুরের মধ্যে ওই নাবালিকার ভাসমান দেহ দেখতে পান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিস । পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় । ওই নাবালিকার পরিবার হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করে।