• কোন রুটে বাসের সংখ্যা বাড়াতে হবে? খতিয়ে দেখতে সপ্তাহের শুরুতেই পথে পরিবহণ মন্ত্রী
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৫
  • নব্যেন্দু হাজরা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার নিত্যযাত্রীদের সুবিধা-অসুবিধা দেখতে সরজমিনে পথে নামছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আগামী সোমবার অফিস টাইমে তিনি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, নিউটাউন থেকে বাইপাস, বেহালা, সল্টলেক-সহ শহরের একাধিক জায়গা ঘুরে দেখবেন। বাসের আনাগোনা কোন কোন রুটে বাড়ানো যায়, কোথাও নতুন বাস প্রয়োজন কিনা তা দেখতেই এই সফর বলে জানা গিয়েছে।

    কোন রুটে বাস কম, বাসের জন্য কোথায় কোথায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে তার একটি সার্ভে করা হবে। সেই অনুযায়ী পরবর্তীতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে জানা গিয়েছে। ওই দিন পরিবহণ মন্ত্রীর সঙ্গে রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ অন্যান্য আধিকারিকদেরও থাকার কথা। সূত্রের খবর, সকালে অফিস টাইমে অথবা বিকেলে অফিস ছুটির পর কোন রাস্তায় কী অবস্থা তা দেখবেন স্নেহাশিস।

    উল্লেখ্য গত দুই জানুয়ারি নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণ দপ্তরের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। কেন রাস্তায় যাত্রীরা সময়মতো বাস পাচ্ছেন না তা নিয়ে পরিবহণ মন্ত্রীকে প্রশ্ন করেন। নির্দেশ দেন, রাস্তায় নেমে যাত্রীদের সুবিধা-অসুবিধা দেখতে। তারপরেই আগামী সোমবার ব্যস্ত সময়ে শহরের পরিস্থিতি দপ্তরের আধিকারিকদের নিয়ে খতিয়ে দেখতে পরিবহণমন্ত্রী নামছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে স্নেহাশিস বলেন, “আমরা বাসের সংখ্যা কিছুটা আগের তুলনায় বাড়িয়েছি। তবু আরও কোন কোন রুটে বাস প্রয়োজন, তা দেখা হচ্ছে। আগামী সোমবার একাধিক জায়গায় আমি যাব। মুখ্যমন্ত্রী ফ্রিকোয়েন্সি বাড়াতে বলেছিলেন। আমরা চেষ্টা করব তা বাড়ানোর।”
  • Link to this news (প্রতিদিন)