অপরাজিতা বিল আইন হতে দিচ্ছে না বিজেপি, কলকাতার মিছিল থেকে ক্ষোভ শশী, চন্দ্রিমার
প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার নারী সুরক্ষা নিয়ে বরাবর ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সুরক্ষার জন্য রাজ্যে অপরাজিতা বিলও পাশ হয়েছে। কিন্তু সেই বিল এখনও আইনে পরিণত হয়নি। কেন্দ্রীয় সরকারের দিকে এজন্য নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। কেন আইন হিসেবে এখনও পাশ করানো হচ্ছে না? সেই প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূলের মহিলা নেতৃত্ব।
শনিবার কলকাতার উত্তর ও দক্ষিণে রাজপথে নামেন তৃণমূলের নেতৃত্ব। উত্তর কলকাতার মিছিলের প্রথম সারিতে ছিলেন রাজ্যের মন্ত্রি শশী পাঁজা। দক্ষিণ কলকাতার মিছিলে সামনের সারিতে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর আগস্ট মাসের শুরুতে কলকাতার আর জি কর হাসপাতালের ভিতর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছিল। রাজ্যের একাধিক জায়গায় আরও একাধিক নারী নিগ্রহের ঘটনার অভিযোগ সামনে এসেছিল। বিরোধীদের তরফ থেকে প্রবল ক্ষোভ প্রকাশ হয়। সেই হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করেন।
রাজ্য বিধানসভায় পেশ হয় অপরাজিতা বিল। শাসক, বিরোধী দল এই বিলের সমর্থন করে। বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল। তারপর চার মাস হয়ে গিয়েছে। এখনও সেই বিল আইনে রূপান্তরিত হয়নি। কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও তৃণমূল নিশানা করছে। কেন্দ্রের কারণেই এই বিল আইন আকারে আসছে না। ফের সেই অভিযোগ করা হয় এদিন।
মন্ত্রী শশী পাঁজা বলেন, “এটি যুগান্তকারী বিল। এটা যখন আইন হবে, সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যও করবে। যেখানে সংহিতার আইনে যে ফাঁকফোকর রয়ে গিয়েছে, সেটা এখানে নিশ্চয়ই পূরণ করবে। নারীর কথা বলবেন। কিন্তু নারীর সম্মানের জন্য এই আইন করতে দিচ্ছে না বিজেপি। সে কারণে এই প্রতিবাদ। পার পাবে না বিজেপি।”
উত্তর কলকাতায় রামলীলা ময়দান থেকে সিআইটি রোডের লেডিজ পার্ক পর্যন্ত মিছিল হয় এদিন। সেই মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, মীনাক্ষি গঙ্গোপাধ্যায়, স্মিতা বক্সি ও অন্যান্যরা। দক্ষিণ কলকাতাতেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূলের মহিলা নেতৃত্ব পথে নেমেছিলেন। এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সামনে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর কাজ করছেন। সারা দেশের মধ্যে নজির তৈরি করেছেন তিনি। অপরাজিতা বিলে নারী নিগ্রহের ক্ষেত্রে কড়া শাস্তির কথাও বলা হয়েছে। এই বিলে সর্বোচ্চ শাস্তি ফাঁসির উল্লেখও রয়েছে।