• এনআরএসের সামনে ঘোরাঘুরি করতেই সন্দেহ, বাংলাদেশের যুবতী গ্রেপ্তার কলকাতায়
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৫
  • বাংলাদেশে অশান্তির আবহের মাঝেই দেশ জুড়ে অনুপ্রবেশে বিরোধী অভিযান চলছে জোরকদমে। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। এর মাঝেই শনিবার রাতে বাংলাদেশের এক মহিলা নাগরিককে গ্রেপ্তার করল এন্টালি থানার পুলিশ। যুবতীর নাম বেবি বিশ্বাস (২০)। এনআরএস হাসপাতালের সামনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করার সময়ই তাঁকে গ্রেপ্তার করা হয়। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি। বাংলাদেশের বরিশাল জেলার নাচনাপাড়া মল্লিকখালি গ্রামে তাঁর বাড়ি বলে জিজ্ঞাসাবাদের সময়ে জানিয়েছেন তিনি। দফায় দফায় জেরা করার পর জানা গিয়েছে, তিন দিন আগে সীমান্ত পেরিয়ে কলকাতায় আসেন ওই মহিলা। বসিরহাট সীমান্ত দিয়ে এ রাজ্যে প্রবেশ করেছিলেন।

    ওই মহিলা জানিয়েছেন, কলকাতা থেকে তিনি মুম্বাইয়ে চলে যান কোনও কাজের আশায়। সেখানে কিছু না পেয়ে ফের কলকাতায় ফেরত আসেন। শিয়ালদহের কাছে একটা গেস্ট হাউসে ছিলেন। এ দিন রাতে এনআরএস আউটপোস্টের কর্তব্যরত পুলিশকর্মীর নজরে পড়েন ওই মহিলা। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক। 

    প্রসঙ্গত, কিছু দিন আগেই পার্ক স্ট্রিট এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফের এক অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ। বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় তাঁর বিরুদ্ধে ‘ফরেনার্স অ‍্যাক্ট’-এ মামলা রুজু করেছে পুলিশ। কোনও দালাল চক্রের মাধ্যমে তিনি এ দেশে এসেছেন না কি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

  • Link to this news (এই সময়)