চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালালেন গ্রামের মহিলারা, আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল গ্রামের প্রমীলা বাহিনী। শনিবার গোঘাটের মেথুল এলাকার মহিলারা লাঠি নিয়ে চোলাই মদ নষ্ট করেন। পাশাপাশি চোলাই মদের নানা সরঞ্জাম নষ্টও করা হয়। খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিকরা সেখানে গেলে তাঁদের ঘিরে উদাসীনতার অভিযোগ তুলে মহিলারা বিক্ষোভ দেখান। আবগারি দপ্তরের গাড়ির সামনেই রাস্তায় ফেলে মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়। আবগারি দপ্তরের আরামবাগের সুপারিন্টেন্ডেন্ট বাসুদেব সরকার বলেন, ওই গ্রামে এর আগেও অভিযান চালানো হয়েছে। এদিন সেখানে গ্রামের মহিলারা জড়ো হয়ে প্রতিবাদ করেছেন। আগামী দিনেও অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দা সুমনা বারুই, পদ্মা সিং, বিষ্ণুপ্রিয়া ধারা বলেন, দীর্ঘদিন ধরে গ্রামে চোলাই মদ তৈরি করা হচ্ছে। প্রায় ৩০-৩৫টি পরিবার এই কাজে যুক্ত। এরফলে বাড়ির পুরুষরা মদ খেয়ে অশান্তি করছে। নাবালকরাও মদে আসক্ত হয়ে পড়ছে। ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না। আমরা এর আগে একাধিকবার প্রশাসনকে জানিয়েছি। তারপরেও এই কারবার বন্ধ হয়নি। তাই এদিন মেথুল, ঘোলার পাড় এলাকার মহিলারা একজোট হয়ে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালান। মহিলাদের দাবি, গ্রামে চোলাই তৈরি করার সময় দুর্গন্ধ ছড়ায়। পরে চোলাই মদ অন্যত্র সরিয়ে দেয়। এদিন বহু চোলাইয়ের উপকরণ নষ্ট করা হয়েছে।