• ১ কোটি ৭৮ লক্ষ টাকা প্রতারণা, গ্রেপ্তার তিন
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দিয়ে হোয়াটস অ্যাপে লিঙ্ক পাঠিয়ে ১ কোটি ৭৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা সাইবার শাখা। ধৃত তিনজনের নাম মিঞ্জারুল মোল্লা, আলমগির মোল্লা ও সুমন মান্ডি। এর মধ্যে মিঞ্জারুল ও আলমগিরের বাড়ি তেহট্ট থানার মালিয়াপোঁতা এলাকায়। এরা সম্পর্কে দুই ভাই। অন্যজনের বাড়ি কল্যাণী এলাকায়। সাইবার ক্রাইম শাখা তাদের কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যায়। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত মিঞ্জারুল ও আলমগিরের নামে তেহট্ট থানায় দুটি প্রতারণার মামলা রয়েছে। একটি মামলায় তারা জামিন পেলেও অন্য মামলায় পুলিস ওই দু’জনকে খুঁজছিল। ওই দুই ভাই আর সুমন মিলে কলকাতার হরিদেবপুর এলাকার এক ব্যক্তিকে শেয়ার বাজারে বিনিয়োগ করে কীভাবে বেশি লাভ হবে সেই টোপ দিয়েছিল। হোয়াটস অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। সেই পরিচয়ের পর বেশ কয়েকবার কথাও হয়। সেই সময় শেয়ার ট্রেডিং শেখানোর জন্য ওই ব্যক্তিকে প্রতারকরা একটি লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কের মাধ্যমে ব্যাঙ্ক থেকে দফায় দফায় ১ কোটি ৭৮ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যক্তি গত ১৬ ডিসেম্বর কলকাতা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তারপর তদন্তে নেমে সাইবার ক্রাইম আধিকারিকরা লক্ষ্য করেন ওই সব টাকা কালিগঞ্জ ও কৃষ্ণনগর এলাকার দু’টি ব্যাঙ্কে ট্রান্সফার হয়েছে। ওই তিনজনকে গ্রেপ্তার করে সঙ্গে থাকা ল্যাপটপ, চেক বই সহ বেশকিছু জিনিস বাজেয়াপ্ত করে সাইবার ক্রাইম বিভাগ। 
  • Link to this news (বর্তমান)