ভোট নেই, ছোট আঙারিয়া দিবসে দেখা গেল না বিজেপি নেতাদের
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ছোট আঙারিয়া: ভোট নেই! তাই শহিদ দিবস পালনেও বিজেপি নেই। শনিবার গড়বেতার ছোট আঙারিয়া শহিদ দিবস তৃণমূল কংগ্রেস পালন করল। এদিন শহিদ স্মরণসভায় তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, তিন বিধায়ক দীনেন রায়, উত্তরা সিংহ হাজরা ও অজিত মাইতি, জেলা তৃণমূলের সহ-সভাপতি অসীম ওঝা সহ দলীয় নেতৃত্ব উপস্থিত ছিল। এদিন ছোট আঙারিয়া গ্রামে বিপুল সংখ্যক মানুষের সমাগমে মেলাও বসে।
তৃণমূল নেতৃত্বের কথায়, ২০২১সালে বিধানসভা নির্বাচনের আগে ছোট আঙারিয়া দিবস পালন করেছিল বিজেপি। মাঝের দু’বছর ছোট আঙারিয়া দিবসে কোনও বিজেপি নেতাকে দেখা যায়নি। তবে গতবছর লোকসভা ভোটের দামামা বাজতেই ফের বিজেপি শহিদ দিবস পালন করে। তখন তৃণমূল নেতৃত্ব বলেছিল, শহিদদের পরিবারের পাশে দাঁড়ানো নয়, ছোট আঙারিয়া নিয়ে রাজনীতি করাই বিজেপির প্রধান উদ্দেশ্য। সেকারণেই মাঝের দু’বছর ভোট না থাকায় তাদের দেখা মেলেনি। এবছর কোনও ভোট না থাকায় ছোট আঙারিয়া গ্রামে শহিদ স্মরণে বিজেপির দেখা মেলেনি।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, সিপিএমের অত্যাচারের সঙ্গে ইংরেজদের অত্যাচারের তুলনা করেন রাজ্যের মানুষ। আমরা প্রতিবছর এখানে শহিদ স্মরণে আসি। বিজেপি সহ বিরোধীরা ভোট এলেই ধর্ম, জাতের কথা বলে। কিন্তু কর্মের কথা বলে না। বাড়ির মেয়েদের সুরক্ষিত রাখতে হলে দিদির পাশে থাকতে হবে।
এদিন শহিদদের পরিবারের সদস্যদের রেশন সামগ্রী, আর্থিক সাহায্য তুলে দেয় তৃণমূল। শহিদ পরিবারের সদস্য শশাঙ্ক পাত্র বলেন, আমার ভাই সহ শহিদদের শ্রদ্ধা জানানোয় আমরা খুশি।
বাম আমলে ২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে নৃশংস গণহত্যা ঘটে। অভিযোগ, এই গ্রামের তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে বৈঠক চলাকালীন হামলা চালায় সিপিএমের হার্মাদরা। সেঘটনায় পাঁচ তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছিলেন। এরপর থেকে প্রতিবছরই ৪ জানুয়ারি ছোট আঙারিয়া দিবস পালন করে তৃণমূল। শনিবারও নিহত রবিয়াল ভাঙ্গি, মুক্তার খাঁ, হায়দর মণ্ডল, জয়ন্ত পাত্র ও মুক্ত পাত্রের স্মৃতিসৌধে মালা দিয়ে শ্রদ্ধা জানায় তৃণমূল নেতৃত্ব।
জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, ছোট আঙারিয়ার শহিদদের পাশে একমাত্র বিজেপি দাঁড়ায়। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। ওরা ইন্ডিয়া জোটে সিপিএমের সঙ্গে আছে। যা খুবই লজ্জার। শহিদ পরিবারের সদস্যরা সঠিক সময়ে যোগ্য জবাব দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, গ্রামীণ এলাকায় সংগঠনের হাল ধরার কেউ নেই। আমাদের ভুলগুলো তৃণমূল হাতিয়ার করছে। ভোট ছাড়া বিজেপির কোনও কর্মসূচি হয় না। আর হলেও গোষ্ঠীকোন্দলের জেরে সাফল্য পায় না। শুধু টাকা খরচ করে ভোটে জেতা যায় না।