• পাথরবোঝাই গাড়ির চাপে ভাঙল কালভার্ট, ৫ কিমি ঘুরে যাতায়াত
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: আগেই বেহাল হয়ে পড়েছিল কালভার্ট। পাথরবোঝাই গাড়ি চলাচলে শুক্রবার ভেঙে গেল কালভার্টটি। প্রায় ৩৫ বছর পুরনো কালভার্ট ভেঙে যাতায়াতে সমস্যায় পড়েছেন ইটাহারের উজান্তর এলাকার সাধারণ মানুষ। এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করল   ইটাহার ব্লক প্রশাসন।

    দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকা থেকে ১২ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী এই গ্রামীণ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই রাস্তা দিয়ে দুর্লভপুর ও পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে ইটাহার ও রায়গঞ্জ শহরে যান বহু মানুষ।

    শুক্রবার সন্ধ্যায় পাথরবোঝাই দশচাকা লরির চাপে ভেঙে গিয়েছে কালভার্টটি। শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে কালভার্টের উপরে। সেখানে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। যাতে কেউ ভারী গাড়ি নিয়ে যাতায়াত করতে না পারে। 
  • Link to this news (বর্তমান)