• কালাচাঁদ স্কুলের ভগ্নদশা বিল্ডিং ভাঙা শুরু
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরে কালাচাঁদ হাইস্কুলের ভগ্নদশা বিল্ডিং ভাঙার কাজ শুরু হল শনিবার। স্কুল কর্তৃপক্ষের দাবি, পুরসভাগামী রাস্তার পাশে ওই স্কুলের মূল ভবনের পাশে প্রায় ৮ কাঠা জায়গার বেশি দ্বিতল ভবনের ভগ্নদশা ছিল। ২০১০ সালের পর থেকে তালাবন্দি ছিল সেটি। স্কুলের পরিচালন সমিতি ওই জায়গায় একটা প্রেক্ষাগৃহ করার পরিকল্পনা করেছে। স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস বলেন, ভাঙার অর্ডার রয়েছে। পুরসভাকে একাধিক বার বলা হয়েছে ওখানে প্রেক্ষাগৃহ করার জন্য। কী হবে জানি না। মালদহ কলেজের অধীনে একটি মঞ্চ রয়েছে। সেখানে নানা ধরনের অনুষ্ঠান হয়। ঠিক সেই রকম ছোট করে প্রেক্ষাগৃহ করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করে এগিয়ে যাব। রাহুলের দাবি, এতে সেখানে স্কুলের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। স্থানীয় এলাকার সংস্কৃতি প্রেমীদেরও সুবিধা হবে।  

    শহরের বাসিন্দা নরেশ সরকার বলেন, আমাদের এলাকা বহু পুরনো। এখানে উন্নত প্রেক্ষাগৃহ হয়নি। স্কুলের ওই জায়গা শহরের রোডের ধারেই। সেখানে প্রেক্ষাগৃহ হলে ভালো হবে। তবে তার আগে গাড়ির পার্কিং জোন করতে হবে। যপুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, শহরে প্রেক্ষাগৃহ করার পরিকল্পনা রয়েছে। বড় জায়গা খোঁজ চলছে। স্কুলের ওই বিষয়টি খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)