সংবাদদাতা, মেখলিগঞ্জ: এলাকায় প্রবেশের রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মাথা ফাটল এক মহিলার। এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ ব্লকের ১৯২ নম্বর ভোগজান এলাকায়। ঘটনাস্থলে দমকল ও বিরাট পুলিস বাহিনী পৌঁছেছে। গ্রামে প্রবেশের একটি রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এদিন সেই বিরোধ চরমে ওঠে। লাঠি নিয়ে তারা মারপিটে জড়িয়ে পড়ে। ঘটনায় আজিমা বিবি নামে এক মহিলার মাথা ফেটে যায়। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানিয়েছেন, দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।