নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের বক্সিরহাটের টাকাওমারিতে ফাঁকা জমি থেকে বোমা ও বিদ্যুতের তার পেতে রাখার মতো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ২০২৩ সালে কেএলও (কেএন) কাণ্ডের সময় টাকাওমারি থেকে উদ্ধার হওয়া সেই বোমা বিস্ফোরকই ছিল বলে সম্প্রতি পুলিসের হাতে ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছেছে। এদিকে, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের (কেএসডিসি) সঙ্গে কেএলও (কেএন)-এর যোগ সূত্রও পেয়েছে পুলিস। ফলে কেএলও (কেএন)-এর উপর বাড়ানো হচ্ছে নজরদারি।
কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য শনিবার বলেন, টাকাওমারিতে বোমা এনে রাখা হয়েছিল। সেই বোমা উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার রিপোর্ট এসেছে। সেটি বিস্ফোরকই ছিল বলে জানা গিয়েছে। ডি এল কোচ বা কেএলওরা (কেএন) সেই সময় বিভিন্ন জায়গায় বোমা রাখার কথা বলছিল। কেএলও (কেএন)-এর উপর নজরদারি রাখা হচ্ছে। আমরা সম্প্রতি ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছি। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সঙ্গেও এদের যোগ রয়েছে।
উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব কেএলও, গ্রেটার সহ আরও বেশকিছু সংগঠন। কেএলও সুপ্রিমো জীবন সিংহ এখন ‘পিস টক’ পর্বে রয়েছেন বলে কিছুদিন আগে দাবি করে একটি সংগঠন। সেই সময়েই কোচবিহারে গ্রেটারের একটি গোষ্ঠী, কেএসডিসি’র পক্ষ থেকে জীবন সিংহের ছবি সহ মিছিল করা হয়েছিল। যা নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। তারও আগে বক্সিরহাটের টাকাওমারিতে যে দু’টি বোমা উদ্ধার করা হয়েছিল সেই ঘটনায় পুলিস একজনকে গ্রেপ্তার করেছিল। ওই ব্যক্তি এখন জামিনে রয়েছে। এই পরিস্থিতিতে সেই বোমা যে প্রকৃত অর্থেই বিস্ফোরক ছিল সেই বিষয়ে নিশ্চিত হল পুলিস।