সংবাদদাতা, বাগডোগরা: চুরি যাচ্ছে পানীয় জল। বছরের প্রথম গ্রামসভায় এমন অভিযোগ খোদ আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখে। পঞ্চায়েতের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে এই কাজ। শনিবার আপার বাগডোগরা এবং লোয়ার বাগডোগরায় গ্রামসভা বসে। সেখানেই আপারের গ্রাম প্রধান সঞ্জীব সিনহা জল চুরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তবে দুটি গ্রাম সভায় মঞ্চে তৃণমূলের স্থানীয় নেতাদের দেখা গেলেও দর্শক আসন ছিল বেশ ফাঁকা।
এদিন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রমঞ্চে গ্রামসভায় সারা বছরের কাজ, আয় ব্যায়ের হিসেব তুলে ধরা হয়। আগামীদিনের নানা প্রকল্পের কথা জানানো হয়। সঞ্জীব বলেন, আপার বাগডোগরার কয়েকটি জায়গায় পানীয় জলের সমস্যা থাকায় পিএইচই আধিকারিকরা পরিদর্শনে যান। সেখানে সার্ভে করে জানা গিয়েছে, অনেক বাড়িতে জলের পাইপ কেটে পাম্প মেশিন সবিয়ে পানীয় জল চুরি হচ্ছে। এনিয়ে তাদের সাবধান ও সচেতন করা হয়েছে। জলের বেআইনি কানেকশন বন্ধ না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রধান বলেন, আপার বাগডোগরায় জল সমস্যা মেটাতে একাধিক প্রকল্পের কাজ চলছে। কয়েক মাসেই পুরোপুরিভাবে পানীয় জলের সমস্যা মিটতে চলেছে।
তৃণমূলের একাধিক কর্মীকে দেখা গিয়েছে মঞ্চে দেখা গেলেও দর্শক আসনে সেভাবে ভিড় হয়নি বলে শিকার করেছেন লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ। গ্রামসভা নিয়ে তিনি বলেন, গত অর্থ বর্ষে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে নিকাশিনালা, পানীয় জল পরিষেবা সহ একাধিক প্রকল্পের কাজ হয়েছে। আগামীদিনে অনেক প্রকল্পের কাজ করা হবে। সেই সমস্ত কাজ ও আয়-ব্যয়ের হিসেব তুলে ধরা হয়েছে গ্রামসভায়। এদিকে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান মমতা বর্মন প্রতিবেদন শোনাতে গিয়ে বারবার থমকে যান। যা দেখে অবাক হয়ে পড়েন দর্শকরা। বাগডোগরার এই দুই গ্রাম পঞ্চায়েতের গ্রামসভায় আগামী দিনে নানা কাজ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।