সংবাদদাতা, তুফানগঞ্জ: বাইকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মাদক। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অসম-বাংলা সীমানা সংলগ্ন বক্সিরহাট বাজারে অভিযানে নেমে তা ভেস্তে দেয় বক্সিরহাট থানার পুলিস। গ্রেপ্তার করা হয় পাচারকারীকে।
পুলিস জানিয়েছে, ধৃতের নাম অজিত মণ্ডল। তার বাড়ি ৩ নম্বর ভানুকুমারী গ্রামে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৯২৮ গ্রাম ব্রাউন সুগার, ১২৮টি খালি কৌটো। যার আনুমানিক বাজার মূল্য ১২-১৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধাকারিক বৈভব বাঙ্গার বলেন, ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।