দু’দফায় বকেয়া অস্থায়ী কর্মীদের
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার বৈঠকে মাল পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন সমস্যার জট কাটল। বৈঠকে সিদ্ধান্ত হয়, দুই দফায় বকেয়া বেতন পরিশোধ করবে পুরসভা। সেটা অস্থায়ী কর্মীরা মেনে নেন। সমস্যা নিয়ে টানা তিনদিন পুরসভার সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। গত শুক্রবারও বৈঠক হয়। কিন্তু জট কাটেনি। এদিন বিকেল চারটা পর্যন্ত বৈঠকের বেতন সমস্যা মিটে যায়। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান স্বপন সাহা, ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি সহ অনান্য কাউন্সিলাররা।
Link to this news (বর্তমান)