সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার দুপুরে নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে হাতির হামলায় গুরুতর জখম এক মহিলা। চা বাগানের ডায়না লাইনের বাসিন্দা মালতি সাউয়ের (৪৫) সব্জি বাগানে গোরু ঢুকে পড়ে। তিনি গোরু তাড়াতে গেলে পাশের ডায়না জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে। হাতিটি মালতিকে ধাওয়া করে লাথি মারে। তাতে মহিলা ছিটকে পড়ে জখম হন। এরপর স্থানীয়রা হাতিটিকে তাড়িয়ে ওই মহিলাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে তিনি চিকিত্সাধীন।
খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, হাতির হামলায় এক মহিলা জখম হয়েছেন। সরকারি নিয়মমতো তাঁর চিকিৎসা চলছে।