• নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার ফাঁসিদেওয়া ব্লকের বড়পথু এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম অরুণ মণ্ডল (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে খবর,  দিন দুয়েক থেকে এই যুবক নিখোঁজ ছিলেন। এদিন সকালে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত জায়গায় ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত যুবক দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)