• দেড় বছরেও মেলেনি মৃত্যুর শংসাপত্র, মেয়রের প্রশ্নের মুখে আধিকারিকরা
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দেড় বছর পরও মেলেনি মৃত্যুর শংসাপত্র। ‘টক টু মেয়র’- এ শিলিগুড়ি মেয়রকে অভিযোগ জানাতেই চটলেন গৌতম দেব। কেন এভাবে এতদিন পরও কাজ হচ্ছে না, পুরসভার আধিকারিকদের প্রশ্ন করলেন মেয়র। সমস্যা সমাধানে ৬ জানুয়ারি মেয়রের সঙ্গে দেখা করার জন্য অভিযোগকারীকে সময় দিলেন গৌতম দেব। শনিবার টক টু মেয়র- লাইভ ফোন ইন অনুষ্ঠনে শিলিগুড়ির হাকিমপাড়ার এক বাসিন্দা ফোনে জানান, প্রায় দেড় বছর আগে তাঁর বাবার মৃত্যুর পর প্রয়োজনীয় নথি পুরসভায় জমা করেও তিনি মৃত্যুর শংসাপত্র পাননি। এই অভিযোগ ছাড়া এদিনের টক টু মেয়র-অনুষ্ঠানে অবৈধ নির্মাণ, রাস্তা সংস্কার, নালা তৈরি নিয়ে অভিযোগ এসেছিল। সব অভিযোগ শুনে সযত্নে সামাধানসূত্র বের করতে উদ্যোগ নেন মেয়র। যদিও অবৈধ নির্মাণ নিয়ে এদিনও প্রাক্তন বাম পুরবোর্ডের দিকে তোপ দাগেন মেয়র। যদিও মাত্র তিন বছরের নতুন তৃণমূল বোর্ড কোনও অবৈধ নির্মাণে মদত দেওয়া হয়নি বলে দাবি তাঁর।
  • Link to this news (বর্তমান)