নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রয়াত হলেন শিলিগুড়ির সাংবাদিক সঞ্জয় পেরা (শর্মা)। গত শুক্রবার চেন্নাইয়ের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। শনিবার শিলিগুড়ির খালপাড়ার বাড়িতে সঞ্জয়বাবুর মরদেহ নিয়ে আসা হয়। এদিনই শিলিগুড়ির রামঘাট শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রায় ২০ বছর ধরে শহর শিলিগুড়িতে সাংবাদিক হিসেবে কাজ করেছেন সঞ্জয়বাবু। তাঁর প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমেছে।